সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় চালক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ৪:৪২ অপরাহ্ণ

সীতাকুণ্ডে গাড়ি ধাক্কায় পিকআপ চালকের মৃত্যু হয়েছে। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বিযয়টি নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের শেহরীপুল ব্রীজ দোলাইপুরএলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে ,ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে শেহরীপুল ব্রীজ দোলাইপুর এলাকায় চট্টগ্রামমুখী লেইন একটি পিকআপভ্যান অতিক্রমকালে সামনে থাকা একটি অজ্ঞাত গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিকআপটি মুহূর্তে দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে নিহত হন নোয়াখলী জেলার বেগমগঞ্জ থানাধীন কাদিরপুর আব্দুর রশিদ মিয়ার নতুন বাড়ির বাসিন্দা মফিজুর রহমানের ছেলে পিকআপ চালক মো.মি জানুর রহমান (৩৯) নিয়ত হন। এ ঘটনায় আহত হন গাড়ির হেল্পার।

তাকে কুমিরা ফায়ার সার্ভিস আশঙ্কার জনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন বলেন, সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে সামনে থাকা একটি অজ্ঞাত গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন পিকআপ ভ্যান চালক।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় গুরুতর আহত অবস্থায় পিকচারটির হেল্পারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপটি পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে বিষপান করে প্রবাসীর স্ত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র খালেকের মৃত্যু