সীতাকুণ্ডে অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে উপজেলার চট্টগ্রাম মহাসড়কের পৌরসদরস্থ বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার পশ্চিম মধুগ্রাম এলাকার বাসিন্দা মোহাম্মদ খালেদ হাসান শিবলু ও মো.আবুল হাসেম।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে পৌরসদরের বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাস থেকে নামা সন্দেহভাজন দুই যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে তাদের পিছু ধাওয়া করে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা মাদক পাচারের সত্যতা স্বীকারের পাশাপাশি তাদের ব্যাগে থাকা ৪০ বোতল ফেন্সিডিল ও পাঁচ কেজি গাঁজা বের করে দেন। আটক দুজনকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকা সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।