সীতাকুণ্ডে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ সেকান্দার প্রকাশ ছোট্টু (৬২)।
আজ বৃহস্পতিবার বিকালে বাড়বকুণ্ড অলিনগর গ্রামে কৃষকের ছদ্মবেশে পুলিশ ধর্ষককে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত ছোট্ট ওই এলাকার মৃত রহুল আমিনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল সন্ধ্যায় সেকান্দার প্রকাশ ছোট্টু একই বাড়ির বাসিন্দা প্রথম শ্রেণির এক ছাত্রী (৭) কে একা পেয়ে গোয়াল ঘরে কৌশলে ডেকে নিয়ে ফুসলিয়ে ধর্ষণ করে তাকে। মেয়েটি তার সহপাঠীদের ঘটনাটি বললে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে।
এরপর মেয়েটির অভিভাবকরা থানায় এসে ঘটনাটি পুলিশকে বললে পুলিশ ছদ্মবেশে কৃষক সেজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পাশাপাশি ভিকটিমকে মেডিকেল টেস্টের জন্য ওসিসিতে ভর্তি করানো হয়।
সীতাকুণ্ড থানার ওসি মোঃ কামাল উদ্দিন আজাদীকে জানান, এই ঘটনায় আজ রাতেই মামলা দায়ের হবে এবং শুক্রবার গ্রেফতারকৃত ধর্ষক ছোট্টকে কোর্ট হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।