সীতাকুণ্ডে এক লাখ মিটার চরঘেরা জাল পুড়িয়ে দিল প্রশাসন

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে অভিযান চালিয়ে এক লাখ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। অভিযানে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাট এলাকায় উপজেলা মৎস্য দপ্তর ও কোস্ট গার্ড যৌথ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম খালেদ প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ জাল অপসারণে সীতাকুণ্ডের সন্দীপ চ্যানেলের কুমিরাঘাট এলাকায় বিশেষ কম্বিং অপারেশন চালানো হয়। অভিযানকালে এক লাখ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধউপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে