সীতাকুণ্ডে উপজেলা পর্যায়ে ভাটিয়ারী টিএসি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। উক্ত খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ড মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়কে ৪৩ গোলে হারিয়ে ভাটিয়ারী হাজ্বী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে একই দিন উপজেলায় পর্যায়ে কুমিরা উচ্চ বিদ্যালয় মাঠে হ্যান্ডবল (বালিকা) প্রতিযোগীতায় ভাটিয়ারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে ১০ গোলে পরাজিত করে ভাটিয়ারী হাজ্বী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়। খেলায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইছমত আরা বেগম। এদিকে ভাটিয়ারী হাজ্বী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদ খেলোয়াড়দের এমন সাফল্যের জন্য দলের কোচ এবং প্রতিটি খেলোয়াড়দের অভিনন্দন জানান ।

পূর্ববর্তী নিবন্ধভিপি জিএস প্রার্থীরা কে কী ভাবছেন?
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-দ.আফ্রিকার প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত