সীতাকুণ্ডে উন্মুক্ত হতে পারে কাউন্সিলর পদ

আ. লীগ নেতাদের দফায় দফায় বৈঠক

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ৫:৫৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী নির্ধারণে দফায় দফায় বৈঠক করেছেন নেতারা। তবে এ বিষয়ে এখনো তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। ফলে কাউন্সিলর পদটি উন্মুক্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে একাধিক সূত্র। পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রয়েছেন ৬৩ জন। তারা দলের বিভিন্ন পদবীতে রয়েছেন। ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বদিউল আলম জসিম। তিনি বলেন, কাউন্সিলর পদটি উন্মুক্ত থাকলে দলের পরীক্ষিত নেতারা নির্বাচিত হবেন। বহিরাগতদের নেতাকর্মীরা প্রত্যাখ্যান করবেন।
তিনটি ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী জানান, প্রার্থীদের সাথে কয়েকদফা আলোচনা হয়েছে। সবাই যার যার অবস্থায় অনড়। নির্বাচনী প্রচারণার আর মাত্র তিনদিন বাকি আছে। এই স্বল্প সময়ে একক প্রার্থী নির্ধারণের কোনো সুযোগ নেই। একক প্রার্থী নির্ধারণে অপর দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মাইমুন উদ্দিন মামুন বলেন, অনেক চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত কাউন্সিলর পদটি উন্মুক্ত করে দেওয়ার সম্ভাবনা বেশি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন বলেন, প্রতিটি ওয়ার্ডে দলের একাধিক প্রার্থী রয়েছে। কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। ফলে যোগ্যতার ভিত্তিতে কাউন্সিলর নির্বাচিত হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, প্রার্থী নির্ধারণে কয়েকদফা বসা হয়েছে। একক প্রার্থী নির্ধারণে নির্বাচনের আগের দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবো।

পূর্ববর্তী নিবন্ধহাত ধোয়ায় পরামর্শক খরচ ৫৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধকরোনায় দেশে আরও ৩০ মৃত্যু