সীতাকুণ্ডে ইউনিয়নে গ্রাম আদালত পুনঃ সক্রিয়করণে কর্মশালা

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:০০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নে গ্রাম আদালত পুনঃ সক্রিয়করণে এক কর্মশালা গতকাল বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

গ্রামে শান্তি, সুশাসন প্রতিষ্ঠায় আসুন সবাই মিলে গ্রাম আদালতকে সক্রিয় করি’ এই স্লোগানকে সামনে রেখে ইপসার বাস্তবায়ন সহযোগী এবং স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় কর্মশালা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। উপস্থিত ছিলেন, কামরুল ইসলাম দুলু, ৯ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্য এবং বিএনপি ও জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ। গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহছেনা মিনার সঞ্চালনায় কর্মশালায় গ্রাম আদালত আইন, বিধিমালা ও গ্রাম আদালত সক্রিয়করণে চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয় শীর্ষক তথ্য উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূঁঞা। গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালত সম্পর্কে জনসাধারণকে অবহিত করা, গ্রাম আদালতের মামলার ফিস, ছোটখাট বিরোধে জনসাধারণকে গ্রাম আদালতের মাধ্যমে সুবিচার নিশ্চিত করার বিষয় ও প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্যসহ এই কর্মশালা বাস্তবায়ন করা হয়। কর্মশালায় নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে গ্রাম আদালতের প্রয়োজনীয়তা,বর্তমানে ইউনিয়ন পরিষদ সমূহে চেয়ারম্যানদের অনুপস্থিতিতে বিচারিক সেবা তথা গ্রাম আদালত কার্যকর করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার কথা ব্যাক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বাইকে টেক্সির ধাক্কা, আহত ৩ আরোহী
পরবর্তী নিবন্ধছোট ও বড়দের জন্য ক্বণন’র আবৃত্তি শিক্ষণ কর্মশালা কাল