সীতাকুণ্ডে আ. লীগ নেতার কমিউনিটি সেন্টারে অগ্নিসংযোগ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট বাজারের একটি কমিউনিটি সেন্টারে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। কমিউনিটি সেন্টারটির মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা বলেন, রাত ২টার দিকে ‘কুটুমবাড়ি কনভেনশন সেন্টার’ নামের ওই প্রতিষ্ঠানে আগুন লাগার খবর পায় তারা। এরপর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কমিউনিটি সেন্টারটির ভেতরে থাকা বেশ কিছু চেয়ার পুড়ে গেছে। তবে আগুন কীভাবে লেগেছে, সে বিষয়ে ফায়ার সার্ভিস নিশ্চিত হতে পারেনি। এলাকাবাসী জানান, কমিউনিটি সেন্টারটির মালিক আওয়ামী লীগ নেতা রেহান উদ্দিন গত ৫ আগস্টের পর থেকে এলাকায় থাকেন না।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের পক্ষ থেকেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। ঘটনাস্থলে আমরা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

পূর্ববর্তী নিবন্ধদেবতাকুমের পথে পথে রহস্যের হাতছানি
পরবর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থান ছিল ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার লড়াই