সীতাকুণ্ডে আড়াই লাখ চিংড়ি পোনা জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পিকআপভর্তি আড়াই লাখ বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে কোস্টগার্ড। পোনাগুলো কক্সবাজারের চকরিয়া থেকে সাতক্ষীরায় পাচার করা হচ্ছিল। গতকাল শুক্রবার সকালে উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে কুমিরা এলাকা থেকে পোনাগুলো জব্দ করে। পরে জব্দকৃত পোনাগুলো সাগরে অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চকরিয়া থেকে সাতক্ষীরায় পাচারের সময় বাগদা চিংড়ির পোনাগুলো জব্দ করা হয়। জব্দকৃত পিকআপভর্তি ২৫টি ড্রামে থাকা আড়াই লাখ বাগদা চিংড়ির পোনা সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটঘর এলাকায় সাগরে অবমুক্ত করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের ইনুমারেটর রাসেল দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঠান্ডাছড়ি রিসোর্ট পার্ক বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় চসিক
পরবর্তী নিবন্ধঅর্থ ও পেশীশক্তির রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে : তাসনিম জারা