সীতাকুণ্ডে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:২৩ অপরাহ্ণ

শিক্ষকতা সম্মানিত পেশা। এই পেশার মাধ্যমে সুশৃঙ্খল জাতি গড়া সম্ভব। একজন শিক্ষক আর আদর্শ শিক্ষকের মধ্যে তফাৎ রয়েছে। আদর্শ শিক্ষক সমাজ সংস্কারে ব্যাপক ভূমিকা পালন করেন।’

গতকাল বুধবার সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসভার বায়তুশ শরফ মসজিদ সংলগ্ন আমাতুন নুর ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক সমাবেশে বক্তারা একথা বলেন।

সীতাকুণ্ড উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও আইয়ুব আলীর সঞ্চালনায় শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসান, চট্টগ্রাম উত্তর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুর নবী, জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখা সভাপতি মাওলানা মিজানুর রহমান, যুবাইদিয়া ইসলামীয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির।

বক্তারা বলেন, কোটা আন্দোলনে আমাদের যেসব শিক্ষার্থীরা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনোয়াপাড়ায় সন্ত্রাস চাঁদাবজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধমোহাম্মদ আবদুল্লাহ