সীতাকুণ্ডে আগুনে ৬ জেলে পরিবার নিঃস্ব

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন ৬ জেলে পরিবার। গতকাল রোববার দুপুর দেড়টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহামুদাবাদ এলাকার জেলেপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জেলেপাড়া বিশ্বনাথ জলদাসের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা প্রাণনাথ জলদাস, ভোলানাথ জলদাস, কুঞ্জবন জলদাস, সীতানাথ জলদাস ও সোনারাম জলদাসের বসতঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় টানা দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সোনারাম জলদাস জানান, নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরার নতুন জাল কিনতে গত শনিবার রাতে দাদনদারের কাছ থেকে ৬৫ হাজার টাকা সুদে এনেছিলেন। সে টাকা রেখেছিলেন ঘরের আলমারীতে। কিন্তু আগুনে বসতঘর ও ঘরের সমস্ত মালামাল পুড়ে যাওয়ার পাশাপাশি পুড়ে গেছে দাদনদারের কাছ থেকে সুদে আনা ৬৫ হাজার টাকা। তাঁর পাশাপাশি ব্যবসার জন্য দাদনদারের কাছ কাছ থেকে সুদে আনা ২৫ হাজার নগদ টাকা পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি ।

বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী জানান, জেলেপাড়ায় আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থল ছুটে যান। আগুনে নগদ টাকা, আসবাবপত্রসহ বসতঘর পুড়ে ছাই হয়েছে ৬টি জেলে পরিবারের।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো.নুরুল আলম দুলাল জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুনে ৬ জেলে পরিবারের বসতঘর, ঘরের আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩৭নং মনির নগর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
পরবর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের চার উপশাখার উদ্বোধন