সীতাকুণ্ডে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বৃদ্ধ পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের দাড়ালিয়া পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা দাড়ালিয়া পাড়ার আবুল হোসেনের ঘরে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে মহুর্তে ছড়িয়ে পড়লে এ সময় বাড়ির সবাই ভয়ে বের হয়ে যায়।
দ্রুত সময়ের মধ্যে কাঠের বাড়িটি পুড়ে ছাই হয়ে গেলে বাড়ির লোকজন ভস্মিভূত ঘর দেখতে এসে দেখেন ঘরের একটি খাটে শোয়া অবস্থায় বৃদ্ধ আবুল হোসেন জীবন্ত পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। তার শরীরের হাড় ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।
ঐ এলাকার বাসিন্দা মোঃ ইউসুফ জানান, অগ্নিকাণ্ডে বৃদ্ধ আবুল হোসেন জীবন্ত পুড়ে ছাই হয়ে যাওয়ায় আশপাশে মানুষ পোড়া গন্ধে ছেয়ে গেছে। বৃদ্ধের তিন ছেলে, স্ত্রীসহ পরিবারের লোকজন ঘটনার সময় ঘরে থাকলেও অগ্নিকাণ্ডের সময় প্রাণ ভয়ে সবাই ঘর থেকে বের হয়ে আসলেও বৃদ্ধ আবুল হোসেন যে ঘরেছিলেন তা কারো খেয়াল ছিলনা। সবাই ভেবেছিলেন তিনিও ঘর থেকে বাইরে চলে গেছেন। আগুন নিভে গেলে তারা ঘরে এসে দেখেন বৃদ্ধের পোড়া হাড় খাটের উপর পড়ে আছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কেউ ফায়ার সার্ভিসে খবর দেয়নি বলে জানান সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সাইদুল ইসলাম।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর কেউ দেয়নি আমাদের। সীতাকুণ্ড থানার ওসি মোঃ মজিবর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে এক বৃদ্ধ পুড়ে মারা গেছে। নিহত বৃদ্ধের নাম মোঃ আবুল হোসেন (৭০)। তিনি ঐ এলাকার মাজার বাড়ির বাসিন্দা।