সারাদেশে বিএনপি–জামায়াতের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সায়িদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার পৌরসভা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলেজ রোড এলাকায় শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত হয় পথসভা।উপজেলা যুবলীগের সহ–সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদিউল আলম জসিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান।উপস্থিত ছিলেন বিমল চন্দ্র নাথ, ওসমান চৌধুরী, বাবলু, বাবুল খান, শাহ্ আজাদ, আরিফুল আলম, সাইদুর রহমান মারুফ, ইমাম উদ্দিন, মোস্তাকিম আরজু, সাব্বির আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম, রাশেদুল আলম, জিয়া উদ্দিন রাজু, আলমগীর, আনিসুল হক আরিফ,সুজিত দাশ,সেতু দাস, ফয়সাল, সাজ্জাদ, আনোয়ার হানিফ, সালাউদ্দিন, টিটু, ফয়সাল, সাইফুল, আমজাদ, মনি, হানিফ, ওসমান, জিয়া, ইকরাম, কিবরিয়া, আলঙ্গীর,রাজু, দিদার প্রমুখ। বক্তারা বলেন, বিএনপি–জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী কর্মসূচি পালন করছে যুবলীগ।