সীতাকুণ্ডে অস্ত্রসহ সালাউদ্দিন (৩৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৬টি কার্তুজ পাওয়া যায়। গতকাল শনিবার ভোরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী অভিযান পরিচালনা করে সালাউদ্দিনকে বস্তাভর্তি অস্ত্রসহ হাতেনাতে আটক করে। তার কাছে থাকা বস্তাটি খুলে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ছয়টি কার্তুজ পাওয়া যায়। সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৬টি কার্তুজসহ সালাউদ্দিন নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।