সীতাকুণ্ডে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৯:২০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র বিক্রিকালে একাধিক মামলার আসামি ইমরান হোসেন ওরফে পারভেজ (২৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছোটদারোগারহাট সহস্রধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পারভেজ সীতাকুণ্ড পৌরসদরের দক্ষিণ মহাদেবপুর (৬নং ওয়ার্ড) এলাকার ইকবাল হোসেন প্রকাশ দুলালের পুত্র।

পুলিশ জানায়, সন্ত্রাসী পারভেজ সন্ধ্যায় ছোট দারোগার হাটের পাহাড়ি এলাকায় অবস্থান নেয়। সেখানে অবস্থানের পাশাপাশি ফটিকছড়ির এক অস্ত্র ব্যবসায়ীর কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করছেন বলে জানতে পারেন তারা। এ সময় বিষয়টির সত্যতা যাচাইয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালান উপপরিদর্শক (এসআই) নির্মল ত্রিপুরা।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পিছু ধাওয়া করে পারভেজকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে শরীরে তল্লাশি চালিয়ে একটি ম্যাগজিন ভর্তি পিস্তল ও একটি ওয়ান শুটারগান এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের পাশে মুক্ত কণ্ঠ গ্রীন
পরবর্তী নিবন্ধদক্ষিণ নিশ্চিন্তাপুর ইসলামিয়া মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসার সভা