সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে নগদ অর্থ বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪ at ৯:৩৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর এলাকার ইমান আলী মৌলভীবাড়ির ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ তুলে দেন তিনি। এ সময় তিনি বলেন, আমরা যে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি, তাঁরা সবাই মধ্যবিত্ত। তাঁরা নিজ উপার্জনে সম্মানের সঙ্গে দিন যাপন করতেন। কিন্তু হঠাৎ অগ্নিকাণ্ডে সঙ্গে থাকা পরনের কাপড় ছাড়া সবকিছু হারিয়ে আজ নিঃস্ব তারা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই ছয় পরিবারকে পুনর্বাসনে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান। নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব সালেহ আহমেদ সলু, জহুরুল আলম জহুর, মোরসালিন, বদিউল আলম বদরুল, রবিউল হক, জাফর আহমেদ, আলাউদ্দিন মাসুম, কাজী সেলিম, কোরবান আলী সাহেদ, মনসন আলী, মো.মহসিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিজয় দিবসে মহানগর বিএনপির তিন দিনের কর্মসূচি
পরবর্তী নিবন্ধকারো কোনো বেআইনি কাজের দায়িত্ব বিএনপি নেবে না