সীতাকুণ্ড পৌরসভার ৯নং শিবপুর ওয়ার্ডে কাউন্সিলর ও রাঙামাটির লংগদু উপজেলার ৭নং লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হবে।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, ২০২০ সালে পৌর নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে নির্বাচিত হন জুলফিকার আলি শামীম। ২০২১ সালের ১৯ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়ে যায়। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮ জন। প্রার্থীরা হলেন- শাহ কামাল চৌধুরী (ব্রিজ), জাহেদ চৌধুরী ফারুক (গাজর), শফিউল আলম (ব্লেক বোর্ড), শওকত হোসেন পিন্টু (পানির বোতল), কামাল হোসেন (ডালিম), লিয়াকত হোসেন সেলিম (উট পাখি), মো. জাবেদ সুমন (টেবিল ল্যাম্প) এবং মোশারফ হোসেন (পাঞ্জাবি)। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭০৫ জন। জানা যায়, ২০২০ সালের পৌরসভা নির্বাচনে ওই ওয়ার্ডে ব্যাপক সংঘর্ষ হয়। ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়াসহ বেশ কিছু ঘটনাও ঘটে। ওয়ার্ডটি ঝুঁকিপূর্ণ বিধায় সহিংসতার আশঙ্কা করছেন প্রার্থী ও ভোটাররা। তাই উপনির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন করার লক্ষে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটির লংগদু উপজেলার ৭নং লংগদু ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পুলিন মিত্র চাকমা আদু গত ২৭ ফেব্রুয়ারি মারা যাবার পর শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচজন। তারা হলেন- জহিরুল হক মিলন (মোটর সাইকেল), সাইফুল ইসলাম (আনারস), রতন কুমার চাকমা (ঘোড়া), মহাদেব চাকমা (চশমা), বিক্রম চাকমা বলি (টেলিফোন)। তবে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়ে যাওয়ায় স্বতন্ত্র পাঁচ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্ধিতা হবে। ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রির্টানিং কর্মকর্তা জমির হোসেন জানান, মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোট কেন্দ্রে ৯ জন প্রিজাইডিং অফিসার, ৩৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬৬ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।