সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (৭০) গতকাল রাত ৮টায় (বাংলাদেশ সময়) নিউইয়র্কের বাফালোর ইআরআই মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে সাংসদ দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া, সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, সীতাকুণ্ড প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ শোক প্রকাশ করেন।












