সীতাকুণ্ডের মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতা

| শনিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:৪৬ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ (সম্মিলিত) শ্রেণিতে গল্প আহরণ প্রতিযোগিতা গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আদিনাথ চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় এতে বিচারক ছিলেন শ্রেণি শিক্ষক আমজাদ হোসেন। আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম প্রযোজকের ভূমিকা পালন করেন। ১০২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকাশ শিশুদের গল্পের ঝুলি বেগুনি বই থেকে ‘জাপানের একজন সম্রাট এবং একজন বৃদ্ধলোক’ গল্পটি প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়। শিক্ষার্থীরা গোলাপ ও শাপলা দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। পরপর দুইবার শ্রবণ পর্ব শেষে প্রতিযোগী হিসেবে যোগ দেয় গোলাপ দলের ইন্দ্রনীল চৌধুরী, আতিকুর রহমান মাহাসিন, আরাফাত খন্দকার আরমান এবং শাপলা দলের রাফিউল করিম রাফ, অর্ক দাস ও মো. খালিদ সাইফুল্লা। প্রতিযোগিতায় গোলাপ দল বিজয়ী হয় এবং ১ম স্থান অধিকার করে ক শাখার শিক্ষার্থী ইন্দ্রনীল চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে চুলার আগুনে পুড়ল বসতঘর
পরবর্তী নিবন্ধপোমরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিদায় সংবর্ধনা