সিসিপিএ স্ট্যান্ডার্ড রেটিং উন্মুক্ত দাবা কাল শুরু

| বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির আয়োজনে সিসিপিএ ৭ম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা আগামী ২৮শে ফেফ্রযারী শুক্রবার সকাল ১০টায় সমিতির নিজস্ব কার্যালয়ে শুরু হবে। এই দাবা টুর্নামেন্ট ৬ রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে। ৬০ মিনিট ৩০সেকেন্ড ইনক্রিমেন্ট পদ্ধতিতে শুক্রবার ৩ রাউন্ড ও শনিবার ৩ রাউন্ড অনুষ্ঠিত হবে। নিবন্ধন ফিসিসিপিএ সদস্য ৫০০ টাকা ( সিসিপিএ সদস্য এবং ২০২৫ সালের ফি পরিশোধ সাপেক্ষে), সিসিপিএ সদস্য নয় তাদের নিবন্ধন ফি ৮০০ টাকা। সকল বয়সের দাবাড়ুদের জন্য টুর্নামেন্টটি উন্মুক্ত। আগ্রহী দাবাড়ুদের বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে নাম নিবন্ধন করার জন্য বলা হয়েছে।

নাম নিবন্ধন সিসিপিএ কার্যলয়ে করা যাবে বা মোবাইল নং ০১৭৬৩১৩৯০৮৭,০১৭১৩৩৯৪৭৪৯,০১৭২৮১৪৪১২০ যোগাযোগ করে নিবন্ধন করা যাবে। সিসিপিএ কার্যলয়: রুম নং৩০০১, তৃতীয় তলা, সিজেকেএস স্টেডিয়াম, এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন কাজির দেউড়ি, বিমান অফিস, চট্টগ্রাম। বিজয়ীদের আর্থিক পুরস্কার দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধএসএওসিএল এর শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ের বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী