চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি আয়োজিত সিসিপিএ দাবা লিগে ডলফিন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ডলফিন ক্লাব ৭ ম্যাচে ৬ টি জয়ী ও একটিতে ড্র করে ম্যাচ পয়েন্ট ১৩ নিয়ে প্লে অফ ম্যাচে জয়ী হয় এবং অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নাইটস চেজ একাডেমি সমান পয়েন্ট পেয়েও প্লে অফ ম্যাচে হেরে রানার্স আপ এবং চর রাঙ্গামাটিয়া তরুন সংঘ ২য় রানার আপ হয়।
পাঁচলাইশ কাউন্সিলর একাদশ ৪র্থ ও প্রভাকর ক্লাব ৫ম স্থান অর্জন করে। ১নং বোর্ডে ফিদে মাষ্টার আব্দুল মালেক, ২নং বোর্ডে সুমন বড়ুয়া, ৩নং বোর্ডে আহমেদ হোসেন মজুমদার, ৪নং বোর্ডে মো. জসিম, ৫নং বোর্ডে রাব্বি সেলিম ও ৬নং বোর্ডে শহীদুর রহমান সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করেন।
লিগের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ নাসির উদ্দীন। সমিতির সভাপতি রাকিব উল ইসলাম সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম তারেকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সহ– সভাপতি দিদারুল আলম,অতিরিক্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, যুগ্ম সম্পাদক সৈয়দ আমিনুল ইসলাম।