চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির (সিসিপিএ) আয়োজনে সিসিপিএ ৪৬তম আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট গত ২১ সেপ্টেম্বর কাজীর দেউড়িস্থ সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ফজলে নুর বাপ্পি ৬.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন এবং ৬ পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার আব্দুল মালেক রানার আপ–হবার গৌরব অর্জন করেন। সমান খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে মো. হাসান ৩য়, ৫ পয়েন্ট পেয়ে টাই– ব্রেকিংয়ে মুজিবুর রহমান ৪র্থ, মো. সুলতান ৫ম, অ্যাড. টিটু বড়ুয়া ৬ষ্ঠ, মির্জা আরিফুর রহমান ৭ম এবং ৪.৫ পয়েন্ট পেয়ে এম করিম শাহিন ৮ম স্থান লাভ করেন। এছাড়াও অনূর্ধ্ব ১২ ক্যাটাগরিতে কিশোর দত্ত, অনুর্ধ্ব ১৬ ক্যাটাগরিতে মুশফিকুর রহমান, সেরা ননরেটেড জাকির হোসেন, সেরা মহিলা তাসপিয়া তাহসিন প্রিমা পুরস্কার লাভ করেন। এই দাবা টুর্নামেন্টে ২৮জন রেটেড খেলোয়াড়সহ অর্ধ শতাধিক দাবাড়ু অংশগ্রহণ করেন। এতে চীফ আরবিটার মো. নুরুল আমিন ও ডেপুটি চীফ আরবিটার আসিফ মাহমুদ দায়িত্ব পালন করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খাঁন। দাবা খেলোয়াড় সমিতির সভাপতি শহীদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলোয়াড় সমিতির উপদেষ্টা মহসিন জামান পাপ্পু, রাকিব–উল–ইসলাম সাচ্চু, অ্যাড. ফজলে নুর বাপ্পি, সত্যঞ্জয় বড়ুয়া টিটু, মুজিবুর রহমান, আবু মহসিন, মির্জা আরিফুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. নুরুল আমিন, আসিফ মাহমুদ, রুহুল আমিন, মো. হাসান প্রমুখ।