চট্টগ্রাম চেস্ একাডেমি আয়োজিত দুইদিনব্যাপী সিসিএ ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক স্ট্যাডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট গতকাল ১৭ জানুয়ারি সকাল ১০টায় আগ্রাবাদস্থ একাডেমি ক্যাম্পাসে শুরু হয়েছে। ৮০জন রেটেড দাবাড়ুসহ দেশ–বিদেশের মোট ১২৬ দাবাড়ু অংশগ্রহণ করেছে। চট্টগ্রাম চেস্ একাডেমির প্রতিষ্ঠতা পরিচালক রাকিব–উল–ইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং পরিচালক মো. নুরুল আমিনের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন সিসিপিএ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পৃষ্ঠপোষক ফজলে নুর বাপ্পি। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা সুজল কুমার দত্ত, চট্টগ্রাম চেস্ একাডেমির প্রশিক্ষক ও ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রিন্সিপাল ক্যাপ্টেন আতাউর রহমান, সিসিএ এর পরিচালক সুফিয়ান আশরাফ, তৌহিদুল করিম, সিসিপিএ সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক বাপ্পি, ফিদে আরবিটার প্রকৌ. এস এম তারেক, সিটিজি প্রপাটির পরিচালক সোয়েব হোসেন উজ্জল, মো. মনির হোসেন প্রমুখ।