সিসিএ সেক্রেটারি কাপ ক্রিকেটে দু’টি ম্যাচ সম্পন্ন

| সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি আয়োজিত সিসিএ সেক্রেটারি কাপ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল দু’টি ম্যাচ সম্পন্ন হয়েছে। অনূর্ধ্ব-১৩ টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিসিএ টাইগার্স ৭৭ রানে সিসিএ ডায়মন্ডকে পরাজিত করে। অনবদ্য ৭৭ রানের ইনিংসের সুবাদে ম্যাচসেরা সাকিবরে হাতে ক্রেস্ট তুলে দেন সিসিএ সহসভাপতি মো. নাসির খান। দিনের অপর ম্যাচে সিসিএ ফাইটার্স ৫১ রানে সিসিএ চ্যালেঞ্জার্সকে পরাজিত করে টানা ২য় জয় পায়। ম্যাচসেরা বিজয়ী দলের অধিনায়ক তুর্য বিশ্বাস যুবরাজের (২৭ রান ও ৩ উইকেট) হাতে ক্রেস্ট তুলে দেন ক্রীড়ানুরাগী মো. শাহ্‌জাহান।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতায় চট্টগ্রাম ফাইনালে
পরবর্তী নিবন্ধকল্লোল সংঘের ফুটবল ক্যাম্প পরিদর্শন করলেন বাফুফের কর্মকর্তা মঞ্জু