চিটাগাং ক্লাব লিঃ অয়োজিত সিসিএল-এম এন গ্রুপ স্পোর্টস কর্র্র্ানিভ্যালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এম এন গ্রুপের এমডি মঈনুদ্দিন আহমেদ মিন্টু। চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। ডা. ফাহিম হাসান রেজা,অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মো. আজিজুল হাকিম, মাহাবুবুল কবির খান (শান্তুনু),সালাউদ্দিন আহমেদ,মো. জাহিদ সুলতান (টিপু),এস এম শফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।