চিটাগাং ক্লাবে বার্ষিক সিসিএল ব্যাডমিন্টন,হেল্থ ক্লাব,ওয়াকওয়ে ও দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণী গত ২৯ নভেম্বর সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিএল নির্বাহী কমিটির তিন সদস্য যথাক্রমে ব্যাডমিন্টন ও দাবা বিভাগের মেম্বার ইনচার্জ ডা. ফাহিম হাসান রেজা, ওয়াকওয়ে বিভাগের মেম্বার ইনচার্জ মো. জাহিদ সুলতান (টিপু) এবং হেল্থ ক্লাব বিভাগের মেম্বার ইনচার্জ মো. রফিকুল ইসলাম মিয়া (বাবুল)।
এছাড়া সিসিএল ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী(আলমগীর) এবং সিসিএল নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে সালাউদ্দিন আহমেদ,আবু আহমেদ হাসনাত, মোসলেহ উদ্দিন আাহমেদ (অপু), অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ ইয়াকুব, সালামত উল্লাহ বাহার সহ প্রাক্তন সিসিএল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ বহু ক্রীড়ামোদি ক্লাব সদস্য উপস্থিত ছিলেন।