সিসিএল চেয়ারম্যানস টেবিল টেনিস লিগ সম্পন্ন

| বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত সিসিএল চেয়ারম্যানস টেবিল টেনিস লিগের সিঙ্গেলস ফাইনাল খেলা গত ৪ জুলাই সন্ধ্যায় টিটাগাং ক্লাবে সম্পন্ন হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ন এই খেলায় ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ ৩-২ সেটে আভানিষ ওয়ালিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টেবিল টেনিস বিভাগের মেম্বার ইনচার্জ ডা. ফাহিম হাসান রেজার তত্ত্বাবধানে এই খেলাটি অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপ হবে শ্রীলংকাতে
পরবর্তী নিবন্ধনতুন রেকর্ড গড়ে ভারতকে হারালো ইংল্যান্ড