সিসিএল-এমজিআই এইটবলে আরশাদ চ্যাম্পিয়ন

| মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১১:১০ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিঃ’র উদ্যোগে সিসিএল- এমজিআই বার্ষিক বিলিয়ার্ড স্নুকার এন্ড পুল টুর্নামেন্টের এইটবল ফাইনাল খেলা গত ২৭ নভেম্বর রাতে সম্পন্ন হয়। এই খেলায় স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ নুরউদ্দিন জাবেদকে ১১-৭ গেমে হারিয়ে সৈয়দ আরশাদুল হক চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। ফাইনাল খেলায় ক্রীড়ামোদি ক্লাব মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ চট্টগ্রাম আসছে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুই কর্মকর্তা
পরবর্তী নিবন্ধঅস্ত্রোপচার করাতে হবে মোমিনুলকে