চিটাগং ক্লাব লিমিটেড আয়োজিত সিসিএল বারকোড এনুয়াল স্নুকার, বিলিয়ার্ড, এইট বল এন্ড নাইন বল পুল টুর্নামেন্টের স্নুকার ফাইনাল খেলা গত ৫ নভেম্বর সিসিএল স্নুকার রুমে অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ন এই ফাইনাল খেলায় সাবেক স্নুকার এমআইসি নুর উদ্দিন জাবেদ ৬–৫ ফ্রেমে সাবেক ক্লাব ভাইস চেয়ারম্যান ও স্নুকার এমআইসি শোভন এম. শাহাবউদ্দিন (রাজ) কে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। এর আগে বিলিয়ার্ডেও নুর উদ্দিন জাবেদ চ্যাম্পিয়ন হন। ফাইনাল খেলা চলাকালীন বিলিয়ার্ড ও স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ মোহাম্মদ শাহ আকরাম, সিনিয়র স্নুকার খেলোয়াড়সহ ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন