সিলিন্ডার বিস্ফোরণে চমেকে রোহিঙ্গা শিশুর মৃত্যু

আজাদী অনলাইন | শনিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৩৮ অপরাহ্ণ

নোয়াখালীর ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া শিশুটির বয়স এক বছর।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক দৈনিক আজাদীকে বলেন, ভাসানচরে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৯ জনের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শনিবার সকালে হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫ শিশুসহ ৯ জন দগ্ধ হয়। আহতদের প্রথমে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে নারিকেল বাগানে অস্ত্র-গোলাবারুদ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ইটভাটায় অভিযান, জরিমানা ও দুইজনের কারাদণ্ড