সিরিয়ার জন্য সম্ভব সবকিছু করার প্রতিশ্রুতি ট্রাম্পের

শারার সঙ্গে বৈঠক

| বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আলশারার সঙ্গে বৈঠক করেছেন। খবর বিডিনিউজের।

এটি সিরিয়ার একজন প্রেসিডেন্টের প্রথম ওয়াশিংটন সফর। হোয়াইট হাউজে ট্রাম্প তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। শারা একজন সাবেক আল কায়েদা কমান্ডার আর কিছুদিন আগেও কালো তালিকভুক্ত ‘বিদেশি সন্ত্রাসবাদী’ হিসেবে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল ওয়াশিংটন। সোমবার তার সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সিরিয়াকে সফল করতে তার পক্ষে যা কিছু করা সম্ভব, তার সবই করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে রয়টার্স জানিয়েছে।

পাশাপাশি সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা স্থগিত রাখার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। শারার নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহীরা দেশটির দীর্ঘকালীন স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেন। তারপর সিরিয়ার নতুন শাসকে পরিণত হওয়া এই সাবেক জঙ্গি কমান্ডার বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে নিজেকে একজন মধ্যপন্থি নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তিনি তার যুদ্ধবিধ্বস্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে ও তার দেশের কয়েক দশকের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অবসান ঘটাতে চান। ওয়াশিংটনে শারার প্রধান লক্ষ্য ছিল সিরিয়ার বিরুদ্ধে আরোপ করে রাখা যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পুরোপুরি তুলে নেওয়া নিয়ে দেনদরবার করা। ট্রাম্প ও শারার বৈঠক চলার সময় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, সিরিয়ার ওপর আরোপ করা তথাকথিত সিজার নিষেধাজ্ঞা স্থগিতের মেয়াদ আরও ১৮০ দিন বৃদ্ধি করেছে তারা কিন্তু এটি পুরোপুরি তুলে নেওয়ার এক্তিয়ার শুধু মার্কিন কংগ্রেসের। হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে শারার এ বৈঠকের ছয় মাস আগে সৌদি আরবে তাদের প্রথমবারের মতো দেখা হয়েছিল। সেখানে ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন।

আর তার কিছুদিন পর মার্কিন প্রেসিডেন্ট জানান, শারা আর বিশেষ তকমা পাওয়া বৈশ্বিক সন্ত্রাসী নন। এক সময় শারার মাথার ওপর এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছিল যুক্তরাষ্ট্র। সেই শারা ওয়াশিংটনে যাওয়ার পর তেমন কোনো উষ্ণ অভ্যর্থনা পাননি। হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ের সদর দরজা দিয়ে প্রবেশ না করে শারা একটি পাশ্ববর্তী দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের কুপিয়ানস্ক শহরের ভেতরে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী
পরবর্তী নিবন্ধআরচ্যারীতে ফাইনালের পথে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত