নগরীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে গতকাল শনিবার আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ৬৬তম সালানা ওরস মাহফিলে আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ) ও পীর সৈয়্যদ মুহাম্মদ ছাবের শাহ্ (মা.জি.আ) অনলাইনে যুক্ত হয়ে মাহফিলে বক্তব্য পেশ করেন।
এসময় পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ ছাবের শাহ্ (মা.জি.আ) বলেন, সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহমাতুল্লাহি আলাইহি আজ থেকে সত্তর বছর আগে সুদুর বার্মা থেকে বাংলাদেশে আগমন করে ইসলামের প্রচার ও আল্লাহ রাসুলের মুহব্বত এবং ভালোবাসার যে জোয়ার সৃস্টি করেছেন তা দিনের পর দিন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তিনি সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া, আনজুমান ও জামেয়া প্রতিষ্ঠা করে ইসলামের সঠিক আক্বিদাকে প্রচার ও প্রসার করেছেন। তিনি আমাদের যে সিলসিলা তিনি দিয়েছেন এর মাধ্যমে আমরা আমাদের ঈমানকে মজবুত করার সুযোগ হয়েছে, এটি আল্লাহ ও রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বিশেষ এহসান। পীর সাহেব হুজুর কিবলার বক্তব্যের পর আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহির শাহ (ম.জি.আ) দোয়া ও মোনাজাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রা.) চট্টগ্রামে শুভাগমন করে ইসলামের সঠিক রূপরেখা আহলে সু্ন্নাতের আক্বিদা ও কাদেরিয়া ত্বরিকার প্রচার এবং চট্টগ্রামে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে এক বড় বিপ্লব সাধন করেছেন। যা চট্টগ্রাম তথা এ দেশের মানুষ আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবেন। আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাগত ও সারগর্ভ বক্তব্যে বলেন, কুতুবুল আউলিয়া হযরত সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি রাহমাতুল্লাহি আলাইহি বিংশ শতকের মাঝামাঝি সময়ে পাকিস্তান থেকে আফ্রিকা ও বার্মা হয়ে বাংলাদেশ তথা এ চট্টগ্রামে এসে সুফিবাদি দর্শন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের আক্বিদা বিশ্বাসকে পুনরুজ্জীবিত করেন। সভাপতির বক্তব্যে ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) বলেন, হুজুর সিরিকোটির (রহ.) রেখে যাওয়া দ্বীনি প্রতিষ্ঠানগুলোর খেদমতে আত্মনিয়োগ করলে আমরা উভয় জগতে লাভবান হবো। তিনি জামেয়া ও আনজুমানের বিরুদ্ধে যেকোন মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে স্বোচ্ছার থাকার আহ্বান জানান। আনজুমান ট্রাস্ট’র জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক ও জামেয়ার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান আল–কাদেরীর সঞ্চালনায় এতে তকরির পেশ করেন মুফতি মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ্ ও মাওলানা আহমদুল্লাহ ফোরকান খান। এতে উপস্থিত ছিলেন পেয়ার মোহাম্মদ কমিশনার, মোহাম্মদ সামশুদ্দীন, এস.এম গিয়াস উদ্দীন (শাকের), মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, আবুল মহসিন মোঃ ইয়াহিয়া খান, অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী, হাফেজ মাওলানা মুহাম্মদ সোলাইমান আনসারি, মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ আবদুল হাই (মাসুম), প্রফেসর মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ মাহবুবুল আলম, মুহাম্মদ মাহাবুব ছফা, এড. মোছাহেব উদ্দীন বখতিয়ার, মাহমুদ নেওয়াজ, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।