সিরাজুল হক মিয়া ছিলেন দলের দুঃসময়ের কান্ডারী

আলোচনা সভায় বক্তারা

| শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম সিরাজুল হক মিয়ার ২৮তম মৃত্যুবার্ষিকীতে চৈতন্যগল্লিস্থ কবরে গতকাল মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় মুনাজাত করা হয়।
সভায় মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সিরাজুল হক মিয়া ছিলেন দলের দুঃসময়ে কান্ডারী। তাঁর জীবনাদর্শকে অনুসরণ করে শুদ্ধ রাজনৈতিক চর্চা করতে হবে। এতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, সফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, মাহবুবুল হক মিয়া, সাইফুদ্দিন খালেদ বাহার, ড. নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, মো. গিয়াস উদ্দীন প্রমুখ।
মেয়রের শ্রদ্ধা : মরহুম সিরাজুল হক মিয়ার ২৮তম মৃত্যুবার্ষিকীতে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষে গতকাল বৃহস্পতিবার চৈতন্যগলি কবরস্থানে কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন শেষে প্রতিনিধিগণ মরহুমের কবর জেয়ারত করেন। এ সময় কর্পোরেশনের প্যানেল মেয়র ২ মো. গিয়াস উদ্দিন, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, আতাউল্লাহ চৌধুরী, গোলাম মো. জোবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেই মিনুর অনাথ সন্তানদের কেএসআরএমের অর্থ সহায়তা
পরবর্তী নিবন্ধহৃদরোগে চবি শিক্ষার্থীর মৃত্যু