সিভিও ক্রিকেট ফেস্ট সম্পন্ন

| বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১১:১৬ পূর্বাহ্ণ

সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেড আয়োজিত সিভিও ক্রিকেট ফেস্ট এর ফাইনাল খেলা গত ২৮ নভেম্বর সম্পন্ন হয়েছে। ফাইনাল ম্যাচে সিভিও সাঙ্গু (এডমিন) ৩৬ রানে সিভিও হালদা (একাউন্টস)কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম শামীম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এএইচএম হাবিব উল্লাহ, পরিচালক মো. আমিন, নুরে হাবিব নোমান। সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেডের নির্বাহী পরিচালক আহমদুল হক হাসান,উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব খাজা মঈন উদ্দিন হোসেন, ভারপ্রাপ্ত সিএফও মো. আবু তালেব, উপমহাব্যবস্থাপক আবদুস সামাদ, অর্থ ও হিসাব বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক, ব্যবস্থাপক(পাবলিক রিলেশন) মো. সিরাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক জুবলী রোড শাখার ব্যবস্থাপক আবুল হাশেম, ব্যবসায়ী আবু জাফর সাঈদ মো. মুরাদ, এনামুল হক,ব্যাংকার মো. হুমায়ুন কবির রিপন ও কোম্পানীর সর্বস্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ। উল্লেখ্য,এই ক্রিকেট টুর্নামেন্টটি ২ নং গেইটস্থ চট্টো টার্ফে ২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী দলগুলি হচ্ছে: সিভিও হালদা (একাউন্টস ও ল্যাব), সিভিও সাঙ্গু (এডমিন), সিভিও কর্ণফুলী ( ডেলিভারী ও ভ্যাট), সিভিও মাতামূহুরী (প্রসেস) ও সিভিও ইছামতি (সিকিউরিটি)

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া-পটিয়া ড্র
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ ব্যর্থতা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি