সিভাসুর এনাটমি মিউজিয়ামে মৎস্যমন্ত্রী

| সোমবার , ২ নভেম্বর, ২০২০ at ১০:২১ পূর্বাহ্ণ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) পরিদর্শন করেছেন। গতকাল রোববার সকালে তিনি সিভাসুর পোল্ট্রিও রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের বিভিন্ন ল্যাবরেটরি ও এনাটমি মিউজিয়াম ঘুরে দেখেন। গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরালো করার জন্য এ সময় তিনি সিভাসু কর্তৃপক্ষকে পরামর্শ দেন। তিনি বলেন, উন্নত প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমেই দক্ষ জনবল তৈরি সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ মাসুক হাসান আহমেদ, চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেয়াজুল হক প্রমুখ। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধছয় দিন ধরে বন্ধ রেয়াজুদ্দিন বাজারের আলুর আড়ত
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে একদিনে দুই ধর্ষণ মামলা, ধর্ষকরা জেলে