সিভাসুতে স্বাস্থ্যবিধি অনুসরণ বিষয়ক শোভাযাত্রা

| মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) গতকাল সোমবার স্বাস্থ্যবিধি অনুসরণ ও কোভিড১৯ টিকার ৪র্থ ডোজ গ্রহণে উদ্বুদ্ধকরণ বিষয়ে এক সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের নিমিত্তে এ শোভাযাত্রা বের করা হয়। উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসানের নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে উপাচার্য স্বাস্থ্যবিধি অনুসরণের গুরুত্ব তুলে ধরে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশুধু পুঁথিগত পড়াশুনায় মেধার বিকাশ ঘটানো অসম্ভব
পরবর্তী নিবন্ধব্যবসায় ডিজিটাল সুরক্ষা স্মার্ট বাংলাদেশের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সহায়ক হবে