সিভাসুতে কাল থেকে কমপ্লিট শাটডাউন

বাইরের কাউকে উপাচার্য নিয়োগ না দেওয়ার দাবি

| শনিবার , ৫ অক্টোবর, ২০২৪ at ৪:২৬ পূর্বাহ্ণ

ক্যম্পাসের ভিতর থেকে উপাচার্য নিয়োগ দানের দাবিতে গতকাল শুক্রবার ৪ অক্টোবর বেলা ৪ টায় সিভাসুতে বৈষম্যবিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমাজের ব্যানারে বিশেষ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরের সকল দুর্নীতি ধামাচাপা দেওয়া এবং ফ্যাসিস্ট সরকারের দোসরদের পুনর্বাসনের জন্য একটি চক্র চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের বাইরের একজন শিক্ষককে উপাচার্য করে আনার জন্য ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্রের একমাত্র উদ্দেশ্য ক্যম্পাসের ভিতরে এতদিন ধরে চালানো দুর্নীতির তদন্ত প্রতিহত করা এবং বৈষম্যবিরোধী গণজাগরণকে প্রতিহত করা। আমরা তা হতে দিব না।

বক্তারা আরো বলেন, ক্যাম্পাসকে অস্থির করার চেষ্টা রুখে দিতে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যার মধ্যে অন্যতম হল ৪ অক্টোবর রাত ৯ টায় সিভাসুতে মশাল মিছিল, সিভাসুর ভিতর থেকে উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত ছাত্র ছাত্রীদের ক্লাস, পরীক্ষা, সেমিনার এবং সকল প্রকারের একাডেমিক কার্যক্রম বর্জন, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং রোববার থেকে সিভাসুর ভিতর থেকে উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ ক্বণনের কবি আসাদ চৌধুরী স্মরণানুষ্ঠান
পরবর্তী নিবন্ধশীতকালীন সবজি আগাম বাজারে আনতে ব্যস্ত সীতাকুণ্ডের চাষিরা