চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিজিএমইএ ভবনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এ্যাপারেল মার্চেন্ডাইজিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক আয়োজিত সেমিনারে শিক্ষার্থীদেরকে আর এম জি শিল্পে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী। মূল প্রবক্তা ছিলেন প্যসিফিক জিন্সের সাবেক এ জি এম নোমান বিন জহির এবং এ কে খান এন্ড কোম্পানির হেড অব এইচ আর এ. কে এম মাফরুল হক।
উপস্থিত ছিলেন রেজিষ্ট্রার আবদুল মান্নান, ফ্যাশন ডিজাইনের বিভাগীয় প্রধান সাদিয়া আলম এবং টেক্সটাইল টেকনলজির বিভাগীয় প্রধান অভি মিশ্র দাশ। শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন ডীন অব ফ্যাকাল্টিজ মো. মশিউর রহমান। প্রফেসর কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্ববধানে আয়োজিত এই সেমিনারে অংশগ্রহন করেন সিবিইউএফটির অর্ধশতাধিক শিক্ষার্থী। প্রেস বিজ্ঞপ্তি।