চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র উদ্যোগে ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য এসএম সাজেদুল ইসলামের মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়। গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম। বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। এর আগে সাজেদুল ইসলামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১মিনিট নীরবতা পালন করা হয়। সভায় ভাইস–চ্যান্সেলর বলেন, একজন গুণী ও আদর্শবান মানুষ ছিলেন মরহুম সাজেদুল ইসলাম। প্রগতিশীল চিন্তা ও সংস্কৃতিমনা ব্যক্তির প্রয়াণে বিশ্ববিদ্যালয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয় ক্ষতি। ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী বলেন, পোশাকশিল্পের উদ্যোক্তা হিসেবে তিনি সফল। বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে তিনি অত্যন্ত বিচক্ষণ ও নিবেদিত প্রাণ ছিলেন। সভায় বক্তারা সাজেদুল ইসলামের বৈচিত্র্যময় কর্মজীবনের উপর বিশদ আলোচনা করেন। তৈরি পোশাকশিল্প ও ফ্যাশন টেকনোলজি শিক্ষাবিস্তারে তাঁর অপরিসীম ত্যাগ ও অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। উল্লেখ্য, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে সিইও দায়িত্বপালন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।