সিপিবি দক্ষিণ জেলার সম্মেলন

| বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দক্ষিণ জেলার সম্মেলন গত ৫ সেপ্টেম্বর পটিয়া শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড বিমল মিত্র। প্রধান অতিথি ছিলেন কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক কানাই দাশ।

বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এনামুল হক মঞ্জু, সেহাব উদ্দিন সাইফু, মদিনা বেগম, অলক দাশ, মাস্টার শহীদুল ইসলাম ও শৈবাল আদিত্য। বিকালে জেলা প্রতিনিধি পর্যবেক্ষকদের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন জেলা সম্পাদক কমরেড শওকত আলী।

রিপোর্টের উপর আলোচনা করেন শিমুল ধর, ডা. অসীম কুমার চৌধুরী, সাজ্জাদ হোসেন, ফজল বাবুল, সুকান্ত শীল, মোহাম্মদ আলী, মো. শাহাজান, সুজন বিশ্বাস, সমর ভট্টাচার্য মৃত্যুঞ্জয় দাশ। নিবার্চন অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ কমরেড আব্দুল নবী। বক্তব্য রাখেন ডা. সাজেদুল হক রুবেল। কাউন্সিলে কমরেড অধ্যাপক কানাই দাশকে সভাপতি,অ্যাডভোকেট শওকত আলীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে মহিলা দলের শোভাযাত্রা
পরবর্তী নিবন্ধপোড়ানো হলো হালদা থেকে উদ্ধার সাড়ে ৪ লাখ টাকার কারেন্ট জাল