দ্বাদশ কংগ্রেসে ভোটাভুটির মধ্য দিয়ে দশ বছর পর নতুন নেতৃত্ব পেল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। চার বছরের জন্য দলের সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহ আলম, যিনি আগের কমিটিতে ছিলেন সাধারণ সম্পাদক। আর নতুন সাধারণ সম্পাদক হয়েছেন রুহিন হোসেন প্রিন্স, যিনি এতদিন কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত কংগ্রেসে নির্বাচিত সদস্যের বৈঠকের পর নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয় বলে সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, নতুন কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিহির ঘোষ। এছাড়া ৬ সদস্যের প্রেসিডিয়াম নির্বাচন করা হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ছাড়া প্রেসিডিয়ামে এসেছেন শামসুজ্জামান সেলিম, শাহীন রহমান ও অধ্যাপক এ এন রাশেদা। খবর বিডিনিউজের।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, কংগ্রেসে নির্বাচিত ৪৩ জনের মধ্যে আজকের বৈঠকে ৪১ জন উপস্থিত সদস্য সর্ব সম্মতিক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং ছয় সদস্যের প্রেসিডিয়াম নির্বাচন করেছে।