সিপিডিএল জানে আলম দোভাষ লিগ্যাসি প্রকল্পের যাত্রা শুরু

| মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

উইথ কোয়ালিটি ইন টাইম’ মূলমন্ত্র নিয়ে শুরু থেকেই পদ্ধতিগত নির্মাণ, নিরবচ্ছিন্ন সময়ানুবর্তিতা, কঠোর মান নিয়ন্ত্রণ এবং ইনোভেটিভ সলিউশনের মাধ্যমে গ্রাহকসেবা দিয়ে আসছে আবাসন খাতের অন্যতম সফল প্রতিষ্ঠান সিপিডিএল। এরই ধারাবাহিকতায় নগরীর ফিরিঙ্গি বাজার সংলগ্ন শিব বাড়ি লেইনে সিপিডিএল জানে আলম দোভাষ লিগ্যাসি প্রকল্পের যাত্রা শুরু হয়েছে।

দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে আবাসন খাতে অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও গ্রহণযোগ্যতা পুঁজি করে চট্টগ্রাম তথা দেশের আবাসন শিল্পে সম্পূর্ণ নতুন ও ভিন্ন মাত্রার প্রকল্প গড়ার প্রত্যয় নিয়ে এই দৃষ্টিনন্দন স্থাপনাটির নির্মাণ পরিকল্পনা করা হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির নির্মাণকাজ উদ্বোধন করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ এবং তাঁর পরিবারবর্গ, সিপিডিএল চেয়ারম্যান আবুল হোসেন চৌধুরী, ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিপিডিএল পরিবারের সদস্যবৃন্দ। অতিথিগণ সিপিডিএলের ব্র্যান্ড আইডেন্টিটি ‘সঠিক মানে, সঠিক সময়ে হস্তান্তর’ এর মাধ্যমে তাদের এই প্রকল্পটি যথার্থভাবেই বসবাসকারীদের স্বপ্ন বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শেষে দোয়া মাহফিল এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসন ও কালুরঘাটে নতুন সেতু চাই
পরবর্তী নিবন্ধজেএম সেন হলে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায়৫ দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব আজ শুরু