নগরীর দেবপাহাড়ে সিপিডিএল সুলতানা গার্ডেনিয়া প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত ‘সময়ের সেরা বিনিয়োগ, ১০টি ফ্ল্যাটে বিশেষ সুযোগ’ শিরোনামে বিনিয়োগ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গত ২১ আগস্ট। এই কার্যক্রমটি চলবে ৩১ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গাঢ় সবুজ ঘাস গালিচায় মুড়ানো নিজস্ব একটি প্রাঙ্গণ, গভীর মমতায়, সাজানো, মুক্ত নীলাকাশ, চারপাশে পরিপাটি বাগান, ফ্রেমে বাঁধানো বাগান পথ, তার মাঝে লুটোপুটি করে বেড়াচ্ছে প্রাণময় শিশুরা।
এরকম আপন ভাবনা, ভিন্নতা ও নিজস্বতা নিয়ে সুবিশাল ৭১ কাঠা ভূমিতে নগরীর দেবপাহাড়ে গড়ে উঠছে সিপিডিএল সুলতানা গার্ডেনিয়া- চট্টগ্রাম নগরকেন্দ্রে প্রথম ও একমাত্র গ্রিন গেইটেড কমিউনিটি, একটি পরিপূর্ণ জীবনধারা। যেখানে পরিবারের প্রতিটি সদস্য প্রয়োজন অনুসারে সময় কাটাবে ৪০টিরও অধিক লাইফস্টাইল ফিচারে। বর্গফুটে আবদ্ধ জীবন মুক্তি পাবে ব্যাডমিন্টন কোর্ট, আউটডোর বা ইনডোর জিমনেশিয়াম, ছাদ কিংবা প্লাজা লেভেলের ওয়াকওয়ে হয়ে উঠবে প্রাত্যহিক জীবনের অপরিহার্য অনুষঙ্গ, শিশুরা সাঁতার শিখবে চাইল্ড সুইমিংপুলে কিংবা গভীর মনোযোগে পড়ালেখা করবে লাইব্রেরিতে।
এরকম স্বাচ্ছন্দ্যময় কমিউনিটি লাইফস্টাইল চট্টগ্রামে শুধুমাত্র সিপিডিএল সুলতানা গার্ডেনিয়াতেই সম্ভব। এই গ্রিন গেইটেড কমিউনিটির নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে, ইতোমধ্যে ক্যামেলিয়া ও ডোনাবেলা টাওয়ারের স্ট্রাকচারাল কাজ শেষে এখন চলছে ফিনিশিং প্রক্রিয়া। ডোনাবেলা টাওয়ারে একটি ফিনিশিং-মক-আপ ফ্ল্যাট সাজানো হয়েছে, ফিনিশিং আইটেমের পূর্ণ সলিউশন নিয়ে ক্যামেলিয়া টাওয়ারে সাজানো হয়েছে একটি ম্যাটেরিয়াল ডিসপ্লে সেন্টার। ফ্ল্যাট বুকিং দেয়ার পূর্বেই ফিনিশিং ম্যাটেরিয়াল নির্বাচন করার এমন ইনোভেটিভ সুযোগ করে দিয়েছে সিপিডিএল।
এই বিনিয়োগ সেবা কার্যক্রম সম্পর্কে সিপিডিএলের প্রেসিডেন্ট প্রকৌশলী ইফতেখার হোসেন বলেন, বৈশ্বিক নানা প্রতিকূলতার প্রেক্ষিতে নির্মাণ সামগ্রীর দাম ঊর্ধ্বমুখী, প্রতিদিনই সকল কিছুর দাম বেড়েই চলেছে, এর প্রভাবে আবাসন খাতেও মূল্যবৃদ্ধি ঘটছে। এজন্যই গ্রাহক সাধারণের স্বপ্নপূরণ ও বিনিয়োগ সিদ্ধান্তে সহযোগী ভূমিকা পালনে গার্ডেনিয়ার নির্বাচিত ১০টি ইউনিট নিয়ে আমরা পরিকল্পনা করেছি এই বিনিয়োগ সেবা কার্যক্রমের। প্রেস বিজ্ঞপ্তি।










