সিপিডিএল আর বি মিডটাউনের ভূমি ও ফ্ল্যাট মালিকদের সম্মিলন

| রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

গ্রাহক সেবায় একাগ্র মানসিকতা, ঐকান্তিক প্রচেষ্টা থাকলে যে কোনো কিছুর বাস্তবায়ন সম্ভব। এরই ধারাবাহিকতায়, মুরাদপুর জংশনের সামগ্রিক প্রতিবেশ বদলে দিতে সিপিডিএল হাতে নিয়েছিলো আর বি মিডটাউন প্রকল্পটি। সময়ের পরিক্রমায় প্রকল্পটির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে, ফিনিশিংয়ের কাজ শেষে এখন মিডটাউন হস্তান্তরের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে। স্থাপত্যকলার এক চমৎকার উদাহরণ সিপিডিএল আর বি মিডটাউন।

আন্তরিক শ্রম ও ঘামে সিপিডিএল পরিবার গ্রাহকদের স্বপ্ন নির্মাণ করে থাকে। সেই স্বপ্ন যথাযথ মানে প্রতিশ্রুত সময়ে হস্তান্তর করতে সিপিডিএল কঠিন আত্মবিশ্বাসের সাথে সেবা প্রদানে বারবার দৃষ্টান্ত স্থাপন করে আসছে। সম্প্রতি

মতবিনিময় ও ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানে আর বি মিডটাউনের ভূমি ও ফ্ল্যাট মালিকদের পাশাপাশি সিপিডিএল পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারক চাবি প্রদান এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।