সিপিডিএলের সাথে বারকোড ক্যাফের চুক্তি স্বাক্ষর

| সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের অন্যতম শীর্ষ আবাসন সেবা প্রতিষ্ঠান সিপিডিএলের সাথে এবার যুক্ত হলো সবচেয়ে বড় ফুড চেইন ‘বারকোড ক্যাফে’। গত ১৮ জানুয়ারি সিপিডিএল পরিবার এবং বারকোড ক্যাফের স্বত্বাধিকারী মঞ্জুরুল হকের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়। খুলশীর রহিম’স প্লাজা ডি সিপিডিএল প্রকল্পের ফুড কোর্টের সাথে বারকোড ক্যাফের যুক্ত হওয়ার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় উপস্থিত ছিলেন বারকোড ক্যাফের স্বত্বাধিকারী মঞ্জুরুল হক, সিপিডিএলের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, ডিরেক্টর রেজাউল করিম, চীফ অপারেটিং অফিসার মো. খায়রুজ্জামান জোয়ারদার, চীফ ইঞ্জিনিয়ার তৈয়বুল আলম, চীফ বিজনেস অফিসার জিয়াউল হক খান প্রমুখ। খুলশীর রহিম’স প্লাজা ডি সিপিডিএল এর ‘আরবান লাউঞ্জ’ ফুড কোর্টটি হতে যাচ্ছে ভোজন রসিকদের নতুন ঠিকানা। সপ্তম তলায় নির্মিত এই ফুড কোর্টটিতে থাকবে নগরীর স্বনামধন্য সব রেস্টুরেন্টের আউটলেট এবং সেই সাথে থাকবে শিশুদের বিনোদনের জন্য কিড জোন। গ্রাহকদের পছন্দ ও মানসিকতাকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যকর পরিবেশে একই সাথে খাবার ও বিনোদনের কেন্দ্রস্থল হয়ে উঠবে রহিম’স প্লাজা ডি সিপিডিএলের ‘আরবান লাউঞ্জ’ ফুড কোর্ট। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসিইউ ক্লাব-৩৪ এর ২য় বর্ষপূর্তি