প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বন্ধ সিনেমা হল চালু, সংস্কার ও নতুন সিনেমা হল তৈরিতে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদে ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এক হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল রোববার সচিবালয়ে চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও প্রশিক্ষকদের সঙ্গে এক বৈঠকে তথ্যমন্ত্রী এ কথা জানান।
হাছান মাহমুদ বলেন, আমরা আশা করছি, আগামী কয়েক বছর পর সিনেমা শিল্পে একটা বিরাট পরিবর্তন আসবে। বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল চালু, চালু হলগুলো সংস্কার ও আধুনিকায়ন করাসহ অনেক নতুন সিনেমা হল গড়ে উঠবে। লোকসানের মুখে কয়েক বছরে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। স্বল্প সুদে ঋণ পেলে সিনেমা হলের সংস্কারের পাশাপাশি নতুন সিনেমা হলও গড়ে উঠবে বলে আশা করছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। খবর বিডিনিউজের।
বৈঠকে তথ্যমন্ত্রী জানান, করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী সপ্তাহের মধ্যে সিনেমা হল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, করোনা পরিস্থিতি তো যায়নি, এখনও প্রতিদিন ত্রিশের কাছাকাছি মৃত্যু হচ্ছে, যদিও আগের স্বাভাবিক অবস্থার মত গণপরিবহন থেকে অফিস-আদালত চালু হয়েছে। এ বিষয়গুলো আরেকটু পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব। তবে অনির্দিষ্টকালের জন্য তো সিনেমা হল বন্ধ রাখা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখে, আসন সংখ্যা পুনর্বিন্যাস করে চালু করা যায় কি না, আমরা এ সপ্তাহের মধ্যে বা আগামী সপ্তাহের শুরুতে পরিস্থিতি পর্যালোচনা করে কত তারিখ থেকে খোলা যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করব।