সিনেমা আর না করতে পারলেও আফসোস থাকবে না

| সোমবার , ১৪ আগস্ট, ২০২৩ at ৭:৪৬ পূর্বাহ্ণ

মুক্তির অনুমতি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। গত ৩১ জুলাই সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি। গত শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেল সিনেমাটির সেন্সরপত্র হস্তান্তর অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, সিনেমাটির তত্ত্ববধায়ক আসাদুজ্জামান নূর ও বঙ্গবন্ধু চরিত্রের অভিনেতা আরিফিন শুভ। এছাড়া আরও ফজলুর রহমান বাবু, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, দীঘি, জায়েদ খানসহ সিনেমাটি সংশ্লিষ্ট অনেকেই হাজির হয়েছিলেন ওই আয়োজনে।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় চিত্রনায়ক জানান, সিনেমা আর না করতে পারলেও আফসোস থাকবে না। শুভ বলেন, আমি এমন মানুষের চরিত্রে অভিনয় করতে পেরেছি যিনি আমার চেয়ে অল্প কিছু বছরের বেশি বয়সে লড়াই সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা না করতে পারি তাতেও কোনো আফসোস থাকবে না আমার।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র। গান লিখেছেন জাহিদ আকবর। মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, গোরেগাঁও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায়, বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করা হয়।

বঙ্গবন্ধুর বায়োপিকে আরিফিন শুভ ছাড়া আরও অভিনয় করেছেন, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, খায়রুল আলম সবুজ, গাজী রাকায়েত, সায়েম সামাদ, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধআলোচনায় অপু বিশ্বাসের ‘গট ম্যারেড’ পোস্ট
পরবর্তী নিবন্ধমেহজাবীনের আক্ষেপ