সিনিয়র সিটিজেন ও সোসাইটি ক্লাবের ফুটবল টুর্নামেন্টে পদ্মা দল চ্যাম্পিয়ন

| বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৮:৩২ পূর্বাহ্ণ

সিনিয়র সিটিজেন ক্লাব ও সোসাইটি ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে পদ্মা দল শিরোপা জিতেছে। গত ৮ ডিসেম্বর নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ সোসাইটি ক্লাব মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফ্লাড লাইটে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় পদ্মা দল ৩২ গোলে কর্ণফুলি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার ( উত্তর) আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড, সুলতান আহমেদ। অতিথিরা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ প্রদান করেন। পদ্মা দলের ম্যানেজার জামালউদ্দিন এবং কর্ণফুলি দলের ম্যানেজার আমিমুল ইসলাম আমিম নিজ নিজ দলের খেলোয়াড়দের সাথে নিয়ে পুরস্কার গ্রহন করেন। সিনিয়র ক্লাবের প্রফেসর ড. সেলিমউদ্দিনের সভাপতিত্বে এবং মনজুর আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর পরিচালক তাজুল ইসলাম কামাল, নজরুল ইসলাম রূপক ও ইফতেখারুল হক চৌধুরী রানা, চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, সোসাইটি ক্লাবের সভাপতি আসিফ সিরাজ, সাধারণ সম্পাদক সফিউল আলম চৌধুরী হুমায়ূন, তিলোত্তমা চট্টগ্রামের শায়লা আবেদীন প্রমুখ। উল্লেখ্য,লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে কর্ণফুলি, পদ্মা, মেঘনা ও যমুনা নামে চারটি দল অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেডারেশন কাপে ব্রাদার্সের কাছে হারলো আবাহনী
পরবর্তী নিবন্ধগার্হস্থ্য অর্থনীতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা