অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে গতকাল চট্টগ্রামে বিশ্ব প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। সকালে প্রেস ক্লাব চত্বরে দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে এক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক ও দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির সভাপতি এম এ মালেক।
আজাদী সম্পাদক তার বক্তব্যে বলেন, এবারের বিশ্ব প্রবীণ দিবসের প্রতিপাদ্য হল– ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে।’ দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি দেশের প্রবীণ জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে কাজ করছে। তিনি সরকারকে প্রবীণ জনগণের স্বার্থ রক্ষায় যথোপযুক্ত আইন প্রণয়নের আহ্বান জানান।
জয়েন্ট সেক্রেটারি মুক্তিযোদ্ধা অধ্যাপক দিলীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সোসাইটির ১ম সহ–সভাপতি ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল হক আনচারী, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন মোহাম্মদ আবদুস সামাদ খান, সাংবাদিক সিরাজুল করিম মানিক, লায়ন নজমুল হক চৌধুরী, মহিউদ্দিন বাবুল, ডা. দুলাল দাশ, লায়ন মোহাম্মদ নুরুল আলম, আ ন ম ওয়াহিদ দুলাল, জাহাঙ্গীর মিঞা, ক্যাপ্টেন মাহবুব আলম, প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী, মহসিন আলী, ইঞ্জিনিয়ার আ ন ম নাসির উদ্দিন, লায়ন তাহের আহমদ, লায়ন নুরুল আবসার, স্বপ্ন কুমার পালিত, রতন কুমার বড়ুয়া, মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ইসমাইল চৌধুরী, হাজী এনামুল হক, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, কুতুব উদ্দিন আহমদ, আবুল হাশেম, এরশাদুল হক ভুট্টো, হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।