দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে গতকাল শনিবার দুঃস্থ ও সত্তরোর্ধ প্রবীণদের মাঝে ‘ভালোবাসার থলে’ ঈদ সামগ্রী, মাস্ক, লুঙ্গি, শাড়ী, গামছা বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রামের জেনারেল সেক্রেটারি লায়ন এম. সামশুল হক ও অন্যান্য নেতৃবৃন্দ। ‘ভালোবাসার থলে’ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, রমজানের ঈদ উপলক্ষে করোনাকালীন দুঃসময়ে সুবিধাবঞ্চিত জনগণ সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে মানবিক সহায়তা পেলেও অসহায় দুঃস্থ প্রবীণ যারা বার্ধক্যরোগ, দৃষ্টিহীনতার কারণে অচল বিছানায় শায়িত সাধারণ মানুষের দৃষ্টির বাইরে তাঁরা অবহেলার শিকার। এসব প্রবীণ জনগোষ্ঠী ও দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলে অসহায় মানুষগুলো স্বস্থি পেতো। অনুষ্ঠানে দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি কর্মকর্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী, লায়ন মোহাম্মদ হারুণ ইউসুফ, সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী, লায়ন সিরাজুল হক আনসারী, সাংবাদিক সিরাজুল করিম মানিক, মহসিন আলী মহসিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।